শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরগুনায় জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মইনুল আবেদীন খান সুমন বরগুনা প্রতিনিধি।।

নারী নির্যাতন মামলায় বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল বরগুনার মঙ্গলবার বরগুনা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যালের বিচারক এই আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার নিপার দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত, গতকাল ১৮নভেম্বর ২০২৫ মঙ্গলবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।

জানা যায়, গত ৫অক্টোবর ২০২৫ ইং তারিখ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ১কোটি ২২লক্ষ ৬শত ৬৬টাকার মামলা দায়ের করেন জসিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার নিপা।

অভিযোগ রয়েছে, বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এক প্রবাসী স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরেন। ঐ সভাপতির নাম লাভলী আক্তার নিপা। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্যের বোনের মেয়ে। পরে তার প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করে। পরে ২০২২ সালের জুন মাসের ২৫ তারিখ দশ লক্ষ টাকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় স্ত্রীর লাভলী আক্তার (নিপা) এর তথ্যমতে নিজেকে অবিবাহিত দাবী করে এই বিয়ে অনুষ্ঠিত হয়। তার বিয়ের খবর চট্টগ্রামে বসবাসরত প্রথম স্ত্রী জানতে পারলে এ নিয়ে তৈরী হয় ঝগড়াঝাটি, দ্বন্দ্ব। পরে পরিস্থিতি সামাল দিতে নিপাকে এড়িয়ে চলতে থাকে।

পরিস্থিতি স্বাভাবিক হলে সে পুনরায় লাভলী আক্তার নিপার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এতে বাধ সাজে নিপা। শিক্ষা কর্মকর্তা তখন স্হানীয় লোকজন ধরে নিপাকে পুনরায় চলতি বছরের ২৮এপ্রিল ৯১লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিবাহ করে এবং তার সঙ্গে বসবাস করতে থাকে।

পরবর্তীতে জসিম উদ্দিনের প্রথম স্ত্রী এই বিয়ের বিষয় জানতে পারলে পারিবারিক চাপে তিনি নিপাকে তালাক প্রদান করেন। এমনকি গত ২অক্টোবর প্রথম স্ত্রী মমতাজ বেগম স্বামী জসিম উদ্দিনকে নিয়ে নিপার বাসায় গিয়ে হুমকি প্রদান করে আসে। এতে নিপা শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে তিনি কাবিনের টাকা ও খোরপোশ দাবী করে জেলা জজ কোর্টে  নিপা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

এ মামলা আমলে নিয়ে আদালত জসিম উদ্দিনকে গ্রেফতার করে কোর্টে হাজির করার নির্দেশ দেন জসিমের নিজ থানা চট্টগ্রামের পাহারতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *