কাজল দে, হিজলা
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজিব আহসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।২৯ ডিসেম্বর (সোমবার) দুপুর ৪ টায় তিনি হিজলা উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদারের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।
২০১৮ সালে আওয়ামীলীগ সরকারের পাতানো ও রাতের ভোটের নির্বাচনে আওয়ামীলীগ কর্তৃক ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন ভোট বর্জন করেছিলেন বিএনপি জোটের প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীর।
এছাড়াও ২০১৪ সালে আঃলীগের একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৪ সালের আওয়ামী ডামি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় দলের সিদ্ধান্ত মেনে এই আসনে বিএনপি’র কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেননি।
এর আগে ২০০৮ সালের বিএনপি’র মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার এমপি প্রার্থী মোঃ মাইদুল ইসলাম এর সাথে ভোটের তুমুল লড়াইয়ে বিজয়ী হন।
হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন কাছে জানতে চাইলে তিনি জানান, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার গণমানুষের নেতা রাজিব আহসান বিগত ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
বিএনপি থেকে বরিশাল-৪ আসনে তাকে মনোনীত করায় হিজলা উপজেলার সকল নেতাকর্মী ও সাধারণ জনগণ আনন্দিত ও উচ্ছসিত। হিজলা থেকে রেকর্ড সংখ্যক ভোট তারা ধানের শীষের প্রার্থীকে উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হিজলা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন এর কাছে আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান রাজিব আহসান ভাইকে কেন্দ্র থেকে বরিশাল-৪ আসনের জন্য মনোনীত করায় সঠিক নেতাকে মূল্যায়ন করা হয়েছে।তিনি জানান আমরা আশাবাদী হিজলা উপজেলার জনগন রাজিব আহসান ভাইকে ধানের শীষ মার্কায় সর্বোচ্চ ভোট উপহার দিবেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন,বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহমেদ হাওলাদার, হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।