বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুর–১ ও ২ আসনে আল্লামা সাঈদীর দুই পুত্রের মনোনয়নপত্র জমা

পিরোজপুর প্রতিনিধি //
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বিকেল সাড়ে চারটায় পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)-এর দুই পুত্র। পিরোজপুর–১ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন মাসুদ সাঈদী এবং পিরোজপুর–২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন শামীম সাঈদী। মনোনয়নপত্র দাখিলের সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদীর তৃতীয় পুত্র নাসিম সাঈদী।

এছাড়াও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিন পিরোজপুর–১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম সাঈদী। তিনি বলেন, “আমরা আশাবাদী।

নির্বাচনে জনগণের রায় পেলে ইনশাআল্লাহ এলাকার মানুষের কল্যাণে কাজ করব।” তিনি আরও বলেন, “আল্লামা সাঈদীর ওপর অন্যায়ভাবে নির্যাতন চালানো হয়েছে এবং চিকিৎসার নামে তাঁকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে।” এসময় মাসুদ সাঈদী বলেন, “আমাদের এখান থেকে নির্বাচন করার কথা ছিল না।

নির্বাচন করার কথা ছিল আল্লামা সাঈদীরই। আমরা তাঁর ত্যাগ ও কষ্টের ইতিহাস বহন করছি। এলাকার জনগণ সেই ইতিহাস জানে। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এর জবাব দেবেন।”

এনসিপির সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এনসিপি যেমন আন্দোলন করেছে, জামায়াতে ইসলামীরও সেই আন্দোলনের ইতিহাস রয়েছে। তাই এই জোট অনিবার্য ছিল।”

উল্লেখ্য, সংসদীয় আসন নম্বর ১২৭ পিরোজপুর–১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১৭৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪৬৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৭০৮ জন। অপরদিকে সংসদীয় আসন নম্বর ১২৮ পিরোজপুর–২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৩০৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৯৭৬ জন। আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *