বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের মনোনয়ন পত্র দাখিল

চরফ্যাশন প্রতিনিধি //
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা- ৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী যুবদল’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর একটায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য হেলালউদ্দিন টিপু, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কয়সর আহমদ কমল, মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. কামাল উদ্দিন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ প্রমুখ প্রমুখ।

এর আগে উপজেলা বিএনপির আয়োজনে চরফ্যাশন কেন্দ্রীয় খাশমহল জামে মসজিদে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন। তিনিও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন।

আরো পড়ুন

নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি : দিচ্ছেন প্রতিশ্রুতি, নিচ্ছেন ওয়াদা

ফাহিম ফিরোজ, বরিশাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি সংসদীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *