নিজস্ব প্রতিবেদক //
বরিশালের সিনিয়র সাংবাদিক কে এম মনিরুল আলম ওরফে স্বপন খন্দকারের কন্যা মৌমিতা জুঁই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করছে। সে বর্তমানে সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।
মৌমিতা জুঁইয়ের এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি সাংবাদিক কে এম মনিরুল আলমের পরিবারের খোঁজখবর নেন এবং মৌমিতা জুঁইয়ের দ্রুত সুস্থতার জন্য সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন সাংবাদিক দেশের জন্য নিরলসভাবে কাজ করেন। আজ তার পরিবার বিপদে পড়লে সমাজের সকল সচেতন মানুষের এগিয়ে আসা উচিত।
তিনি মৌমিতা জুঁইয়ের চিকিৎসার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মৌমিতা জুঁইয়ের সুস্থতা কামনা করে তার পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।