বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক কন্যার পাশে দাঁড়ালেন রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক //
বরিশালের সিনিয়র সাংবাদিক কে এম মনিরুল আলম ওরফে স্বপন খন্দকারের কন্যা মৌমিতা জুঁই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করছে। সে বর্তমানে সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।

মৌমিতা জুঁইয়ের এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি সাংবাদিক কে এম মনিরুল আলমের পরিবারের খোঁজখবর নেন এবং মৌমিতা জুঁইয়ের দ্রুত সুস্থতার জন্য সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন সাংবাদিক দেশের জন্য নিরলসভাবে কাজ করেন। আজ তার পরিবার বিপদে পড়লে সমাজের সকল সচেতন মানুষের এগিয়ে আসা উচিত।

তিনি মৌমিতা জুঁইয়ের চিকিৎসার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মৌমিতা জুঁইয়ের সুস্থতা কামনা করে তার পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

 

 

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *