বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

সোলায়মান তুহিন, গৌরনদী //
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়িত সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার গৌরনদী সেচ ইউনিটের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বরিশাল অঞ্চল, যা বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সংগৃহীত যন্ত্রপাতি দ্বারা পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম।

বিএডিসি সেচ গৌরনদী ইউনিটের সহকারী প্রকৌশলী মোঃ শাহেদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির এবং ক্ষুদ্র ঋণ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সময় ও খরচ সাশ্রয় করতে পারবেন। সরকার কৃষিবান্ধব কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগী কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে সেচ যন্ত্র বিতরণ করা হয়।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *