ঝালকাঠি প্রতিনিধি //
ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ঝালকাঠিতে অটোরিকশা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর চত্বরে পাঁচটি পরিবারের হাতে এ অটোরিকশা তুলে দেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ আয়োজন করে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়।
পরিবারগুলোর মাঝে অটোরিকশা তুলে দেন প্রধান অতিথি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক আল মামুন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন।
প্রত্যেক পরিবারকে ৭০ হাজার টাকা মূল্যের একটি করে অটোরিকশার পাশাপাশি খাবার ও কম্বলও দেওয়া হয়। যা তাদের দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।