বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুরে ৪৯১টি হাঙ্গর জব্দ, পুড়িয়ে মাটি চাপা

পিরোজপুর প্রতিনিধি //
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে ৪৯১টি হাঙ্গর জব্দ করেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত হাঙ্গরগুলো পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ কোস্টগার্ড পিরোজপুরের পারেরহাট বন্দর এলাকায় মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি মৎস্য ট্রলারে সংরক্ষিত থাকা হাঙ্গরগুলো জব্দ করা হয়। ট্রলারে থাকা জেলেরা কোস্টগার্ড সদস্যদের জানান, তারা বঙ্গোপসাগর থেকে হাঙ্গরগুলো সংগ্রহ করে ট্রলারে নিয়ে এসেছেন।

অভিযান শেষে কোস্টগার্ড সদস্যরা ট্রলারে থাকা ৯ জন জেলেকে আটক করে ভাণ্ডারিয়ায় নিয়ে আসেন। পরে মঙ্গলবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৪(খ) ধারায় আটক জেলেদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ পরিশোধ করার পর আটকদের মুক্তি দেওয়া হয়।

উপজেলা বন কর্মকর্তা মো. শফিউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত হাঙ্গরগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।

কোস্টগার্ড ও বন বিভাগের সূত্রে জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আরো পড়ুন

কাঠালিয়ায় ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া : ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গণভোটের প্রচার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *