বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আমতলীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলীতে হলদিয়া ইউনিয়নে হারুন প্যাদা তার সহযোগীরা গাছ কাটাকে কেন্দ্র করে নজরুল প্যাদার পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে।
জানাগেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের মৃত্যু নুরুল ইসলাম প্যাদার তিন ছেলে নান্টু প্যাদা, নজরুল প্যাদা ও হারুন প্যাদার মধ্যে বাড়ীর জমিজমা নিয়ে দীর্ঘদিন করে বিরোধ চলে আসছে। ২০২০ সালে স্থানীয়রা ওই জমিজমা বন্ঠন করে দেয়। নান্টু প্যাদা ও হারুন প্যাদার তাদের জমির গাছগাছালি ওই সময়ে বিক্রি করে দেয় এমন দাবী নজরুল প্যাদার।
শুক্রবার বেলা ১১ টার দিকে নজরুল প্যাদা তার জমির গাছ কাটতে যায়। এ সময় নান্টু প্যাদা ও হারুন প্যাদা তাতে বাঁধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটা কাটি হয়। এক পর্যায় নান্নু প্যাদা ও হারুন প্যাদারসহ তাদের লোকজন নজরুল প্যাদার ওপর হামলা চালায়। নজরুল প্যাদাকে (৪০) রক্ষায় তার স্ত্রী রিপা বেগম (৩৫), ছেলে তানিম প্যাদা (১৭) ও বৃদ্ধ চাচা মতি প্যাদা (৭০) এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মাসুম বিল্লাহ তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।
আহত নজরুল প্যাদা বলেন, ২০২০ সালে স্থানীয়রা আমাদের তিন ভাইয়ের জমিজমা ভাগবন্ঠন করে দেন। নান্টু ও হারুন প্যাদার তাদের জমির গাছ ওই সময়ে বিক্রি করে দেয়। আমি গাছ বিক্রি করিনি। শুক্রবার বেলা ১১ টার দিকে আমি আমার জমির গাছ কাটতে গেলে হারুন ও নান্টু প্যাদা বাঁধা দেয়। এক পর্যায় তারা আমাকে মারধর করে। আমাকে রক্ষায় আমার স্ত্রী রিপা বেগম, ছেলে তানিম ও বৃদ্ধ চাচা মতি প্যাদাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
হারুন প্যাদা মারধরের কথা অস্বীকার করে বলেন, গাছ কাটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ বলেন, আহত তিন জনের হাত, পা ও মাথায় গুরুতর জখমের চিহৃ রয়েছে। চারজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার এসআই রমিজ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ঘটনা জেনেছি। তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *