বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশাল ১, ২ ও ৩ আসনে তিনজনের মনোনয়ন বাতিল, আটজনের স্থগিত

নিজস্ব প্রতিবেদক //

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল জেলার সংসদীয় আসন নং ১, ২ ও ৩-এর প্রার্থীদের প্রার্থিতা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এই ৩টি আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় আপত্তির অভিযোগ থাকায় আটজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন এই তথ্য জানান।

বরিশাল সংসদীয় আসন নং–১ (গৌরনদী–আগৈলঝাড়া):

এ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) আব্দুস সোবাহান, বিএনপির মোঃ জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী এবং ইসলামী আন্দোলনের মোঃ রাসেল সরদার মেহেদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ কামরুল ইসলাম খান আয়কর সংক্রান্ত সমস্যার কারণে তার মনোনয়ন স্থগিত রয়েছেন।

বরিশাল সংসদীয় আসন নং–২ (বানারীপাড়া–উজিরপুর):

এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মোঃ তারিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ, ইসলামী আন্দোলনের মোঃ নেসার উদ্দিন এবং খেলাফত মজলিসের মুন্সী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

একই আসনে জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান মাস্টার, বিএনপির সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু ও মোঃ সাহেব আলী, জাতীয় পার্টির এম এ জলিল, বাংলাদেশ কংগ্রেসের মোঃ আব্দুল হক অঙ্গীকারনামা ও কর সংক্রান্ত ত্রুটির কারণে তাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়া এই আসনে জাসদের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ দলীয় অঙ্গীকারনামা দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বরিশাল সংসদীয় আসন নং–৩ (মুলাদি–বাবুগঞ্জ):

এ আসনে বিএনপির জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলনের মোঃ সিরাজুল ইসলামী, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন এবং এবি পার্টির আসাদুজ্জামান ভূঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির মোঃ ইকবাল হোসেন তাপস ও ফখরুল আহসান, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) আব্দুস সাত্তার খানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া এই আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (জেলহাজত ও দ্বৈত নাগরিকতার অভিযোগে) এবং বাসদের মোঃ আজিমুল হাসান জিহাদের মনোনয়ন যাচাই-বাছাই পর্যায়ে স্থগিত রাখা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত বা বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *