আগৈলঝাড়া প্রতিনিধি //
অপারেশন ডেভিল হান্ট অভিযানে আগৈলঝাড়ায় ইউপি চেয়ারম্যান ও গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে উপজেলার গৈলা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম তালুকদার টিটুকে নিজ গ্রাম কালুপাড়া থেকে গ্রেপ্তার করে এসআই আব্দুল্লাহ আল মামুন। সে গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত শাহজাহান তালুকদারের ছেলে।
গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম টিটুকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাই’র মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।