বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কুয়াশায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিএনপি নেতার ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।। 

ভোলার চরফ্যাশনে ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মো. মিহাদ মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে শনিবার সন্ধ্যায় লঞ্চে মারা যান তিনি। এর আগে গত ২জানুয়ারি রাতে চেয়ারম্যান বাজারের মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মিহাদ।

নিহত মিহাদ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মাকসুদ মিয়ার বড় ছেলে ও সদ্য বিদেশ ফেরত। তার এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সদ্য বিদেশে ফেরত মিহাদ (২৩) গত ২জানুয়ারি রাত ৯টার দিকে চেয়ারম্যান বাজার থেকে চরফ্যাশন যাওয়ার পথে মুন্সিগঞ্জ নামক স্থানে ঘনকুয়াশার কারণে দিক হারিয়ে মোটরসাইকেল নিয়ে পাশ্ববর্তী বাঁশবাগনে পড়ে যান। এতে চালক তানভীর তালুকদার ও মিহাদ আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। ভোলা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে লঞ্চে মারা যান মিহাদ।

শশিভূষণ থানার ডিউটি অফিসার এস আই জাকির জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মিহাদের মৃত্যুর খবরে পেয়েছি। শৈত্যপ্রবাহে ঘনকুয়াশার মধ্যে সড়কে দেখেবুঝে সকলকে যান চলাচল করার অনুরোধ জানান তিনি।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *