নিজস্ব প্রতিবেদক।।
ভোলার চরফ্যাশনে ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মো. মিহাদ মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে শনিবার সন্ধ্যায় লঞ্চে মারা যান তিনি। এর আগে গত ২জানুয়ারি রাতে চেয়ারম্যান বাজারের মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মিহাদ।
নিহত মিহাদ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মাকসুদ মিয়ার বড় ছেলে ও সদ্য বিদেশ ফেরত। তার এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শশিভূষণ থানার ডিউটি অফিসার এস আই জাকির জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মিহাদের মৃত্যুর খবরে পেয়েছি। শৈত্যপ্রবাহে ঘনকুয়াশার মধ্যে সড়কে দেখেবুঝে সকলকে যান চলাচল করার অনুরোধ জানান তিনি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।