চরফ্যাশন প্রতিনিধি //
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপদ্য ধারণ করে ভোলার চরফ্যাশন উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার বেলায় ১১ টায় র্যলি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মামুন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিপিপি কর্মকর্তা এমএ বারী, সমাজকর্মী মোঃ বিল্লাল হোসেন, রাসেল হোসেন, দিশারি সংস্থার প্রতিনিধি জাকির হোসেন বাকের।
সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ইলিয়াস, বিভিন্ন মাদ্রাসা, ইয়াতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ লোকমান হোসেন বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে সেবা দেওয়া সমাজসেবা অফিসের দায়িত্ব।
সমাজে অসহায় মানুষের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তাদের কল্যানে কাজ করে সমাজকে এগিয়ে নিতে হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।