বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Oplus_0

আঞ্চলিক কেন্দ্রের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক॥
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা গ্রহণে বরিশালে আঞ্চলিক কেন্দ্র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ভর্তিচ্ছুরা। রোববার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন হয়। এসময় ভর্তিচ্ছু ও অভিভাবকদের দুর্ভোগ লাগবে বরিশালেও কেন্দ্র ঘোষণার দাবি করেন।

এসময় বক্তৃতা দেন- রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী শহিদুল ইসলাম, ছাব্বির আহাম্মেদ মাহির, শ্রাবণী সিকদার, মুনতাহির তুবা, শফিকুল ইসলাম, জান্নাত আরা স্নেহা প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, দুর্ভোগ লাঘবে এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় পরীক্ষা কেন্দ্র করেছে রাবি কর্তৃপক্ষ। পরবর্তীতে রংপুরের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানেও কেন্দ্র করেছে রাবি। কিন্তু দুঃখের বিষয় বরিশাল বিভাগের ৬ জেলার ভর্তিচ্ছুদের কথা তারা চিন্তা করেননি। ফলে কমপেক্ষ ৪শ কিলোমিটার পথ পারি দিয়ে রাবির ভর্তি পরীক্ষা অংশ নিতে হবে বরিশালের ভর্তিচ্ছুদের। এতে ভর্তিচ্ছু ও অভিভাবকদের চরম দুর্ভোগ হবে। তাই দুর্ভোগ লাঘবে অবিলম্বে বরিশালেও রাবির কেন্দ্র ঘোষণার দাবি জানান শিক্ষার্থীরা।

আরো পড়ুন

ভোলায় পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবীতে পরীক্ষার্থীদের মানববন্ধন

এম এম রহমান, ভোলা প্রতিনিধি‍॥  ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (কেন্দ্র কোড ৪০০২৯) হতে ভোলা সরকারি টেকনিক্যাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *