বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাউফলের বগা সেতু উন্নয়ন নিয়ে সড়ক ও সেতু উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক

মোঃ আল-আমিন, বাউফল //
পটুয়াখালীর বাউফল উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো বগা সেতুর উন্নয়ন ও দ্রুত বাস্তবায়ন বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় ঢাকার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বগা সেতুর বর্তমান অবস্থা, দীর্ঘদিনের জনদুর্ভোগ এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ড. শফিকুল ইসলাম মাসুদ বগা সেতুর কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন, “বগা সেতু শুধু বাউফল উপজেলার নয়, বরং আশপাশের একাধিক উপজেলার মানুষের জীবন-জীবিকা, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেতুটির উন্নয়ন ও আধুনিকায়ন হলে কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সেতুটির সংস্কার ও উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে, যা দ্রুত নিরসন করা জরুরি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন এবং বগা সেতুর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “জনগুরুত্বপূর্ণ সেতু ও সড়ক উন্নয়নে সরকার আন্তরিক। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বগা সেতু বিষয়ে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে উন্নয়ন কাজ শুরু করা হবে।”

 

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *