শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বানারীপাড়া উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

বানারীপাড়া প্রতিনিধি।।

বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল আগামী ২০জুলাই অনুষ্ঠিত হবে। গত ১৩জুলাই(রবিবার) বরিশাল-২ (বানারীপাড়া – উজিরপুর) আসনের জনপ্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র নিজ বাসভবনে বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন খান ও সদস্য সচিব মোঃ আবুল কালাম শাহিনের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলীয় সুত্রে জানাগেছে।

বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব গোলাম মাহমুদ মাহবুব মাস্টার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি। তিনি উপজেলার প্রতিটি ওয়ার্ডের সাধারন জনগনের নিকট একজন প্রিয় ব্যক্তিত্ব। বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের সকল ওয়ার্ড ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সকলের নিকট একজন প্রিয় মানুষ গোলাম মাহমুদ মাহবুব মাস্টার।

তিনি উপজেলার উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকতার মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। পরে তিনি আউয়ার মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ প্রায় ৩৪বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়াও বানারীপাড়া পৌরসভার প্রাণকেন্দ্রে ৩০বছর পূর্বে শিশুদের জন্য একটি সেমি ইংলিশ মিডিয়াম বিদ্যালয় গড়ে তুলেন। যা আজও বেশ সুনামের সাথে চলমান আছে। এ প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী অত্যন্ত সুনামের সাথে সরকারের উর্ধ্বতন পদে চাকুরিরত আছেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছে এবং ছোট মেয়ে বর্তমানে সরকারি মেডিকেল কলেজে পড়াশুনা করছে। তিনি বানারীপাড়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশ এর সর্ববৃহৎ শিক্ষক সংগঠন -বাংলাদেশ শিক্ষক সমিতি সেলিম ভূঁইয়া গ্রুপের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন এবং বরিশাল জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল জেলা (দক্ষিন) বিএনপিরও একজন সদস্য।

তিনি মাধ্যমিকে থাকাকালীন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে কলেজ রাজনীতির গন্ডি পেরিয়ে তিনি ধীরে ধীরে তার রাজনৈতিক জীবন গড়ে তুলেন। ২০০৬-০৭ সালে ওয়ান ইলেভেনের সময় যখন দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিলো তখন বানারীপাড়া উপজেলা বিএনপিকে তিনিই সামনে থেকে নেতৃত্ব দিয়ে উজ্জীবিত রেখেছিলেন। তার নেতৃত্বে বানারীপাড়া থেকে ২০০৮সালে ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে নৌকা মার্কার চেয়ে ৭০০০ভোট বেশি উপহার দিয়েছিলো বানারীপাড়া উপজেলার বিএনপি সমর্থিতরা। যদিও তখন ধানের শীষকে হারানোর জন্য নৌকা মার্কার প্রার্থীদের ও বিএনপি থেকে বেড়িয়ে গিয়ে ষতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য সৈয়দ শহিদুল হক জামালের মুরগি মার্কা একাট্রা হয়ে লেগেছিলো। ওই সময় তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ওয়ান ইলেভেনের সময় তিনিও বেশ কয়েকটি মিথ্যা মামলার শিকার হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনের পরে তিনি বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়ে কারাবরণ করেছেন।রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি বিএনপির সাথেই আছেন এবং বিগত ১৭বছরে দল ও দলের নেতাকর্মীদের জন্য একজন নিবেদিত প্রাণ হিসেবে পরিচিতি পেয়েছেন।

২০২২ সালের ৫নভেম্বর বরিশাল বিভাগীয় মহা সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরনকালে বানারীপাড়া উপজেলার ১নং ওয়ার্ডের রিকসাষ্ট্যান্ডে তিনি ও তার সাথে বেশ কয়েকজন নেতা-কর্মী আওয়ামীলীগ হাতুড়ি বাহিনীর হামলার শিকার হয়েছিলেন। এ হামলার প্রতিক্রিয়ায় কেন্দ্র থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি বিবৃতি প্রদান করা হয়েছিল।

উপজেলা বিএনপির তৃনমূলের নেতা-কর্মী ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নিকট তিনি অতি প্রিয় ও আস্থাভাজন ব্যক্তি।

ত্রি-বার্ষিক কাউন্সিলের ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি জানান, উপজেলার বিএনপির তৃনমুল থেকে শুরু করে সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের তার উপরে আস্থা রয়েছে এবং ২০জুলাই ব্যালট পেপারের মাধ্যমে যে ভোট হবে তাতে তিনি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদে নির্বাচিত হবেন বলে আশা করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

One comment

  1. সৎ ও নেয় নিষ্ঠাবান যোগ্য নেতা মাহাবুব স্যার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *