বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
pirojpur
pirojpur

ধর্ষণের বিরুদ্ধে পিরোজপুরের ছাত্র সমাজ

পিরোজপুর প্রতিনিধি: দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পিরোজপুরের ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে পিরোজপুর শহরের কেন্দ্রীয় চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেয়। এ সময় মিছিলটি পিরোজপুরে গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রতিক্ষণ করে।তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড।

শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও সংহতি প্রকাশ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, “দেশে নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে সোচ্চার। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” এ সময় তারা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এর বিচার করতে না পারে  তাহলে পদত্যাগ করতে , এর বিচার ছাত্ররা ই করবে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা এমন সমাজ চাই যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

এসময় শিক্ষার্থীরা ফাসির মঞ্চ সাজিয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *