বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নলছিটিতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি ।।

নলছিটিতে ডেভিল হান্ট অপারেশন-২ অভিযানে আওয়ামীলগ নেতা বজলুর রহমান রাঢ়ি (৫৯) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নলছিটি উপজেলার কয়া গ্রামের নিজ বাড়ি থেকে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি দল তাকে আটক করে। পরে তাকে সদর থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়।
ডিবি ওসি মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলছিটি উপজেলার কয়া গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার মধ্যরাতে আটক করে ডিবি পুলিশের একটি দল। তিনি ওই এলাকার মৃত. এনায়েতুর রহমান রাঢ়ির পুত্র এবং ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক। তাকে ঝালকাঠি সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, সদর থানার একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কয়েকটি সূত্র জানায়, বজলুর রহমান রাঢ়ি অপসোনিন ওষুধ কোম্পানীর নদী দখল ও সরকারি খাস জমি দখলের জন্য ভূয়া দলিল ও ভূয়া কাগজপত্র তৈরির অন্যতম সহায়তাকারী হোতা হিসেবে পরিচিত।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *