বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরকাউয়া এ আর খান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এ্যাডভোকেট হেলাল

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত এ আর খান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে বাজারের ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের সূত্রে জানা যায়, বাজারের নাইট গার্ড ফোন করে আগুন লাগার খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও দেরিতে আসায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় একটি দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন, দেলোয়ার হোসেন (মুদি দোকান), জালাল খান (চা ও স্টেশনারি), বাবুল খান (টেইলার্স), তপন পাল (চা ও স্টেশনারি), আনোয়ার হোসেন (ইলেকট্রনিক), সচিন শীল (সেলুন), হেলাল (চায়ের দোকান)
রেজাউল করিম রানা (ফার্মেসি), রেজবি (মুদি দোকান)
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় তিনি বলেন, “আগুনে পুড়ে গেলে ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আপনারা ধৈর্য ধারণ করুন। আল্লাহ হয়তো এর বিনিময়ে আপনাদের জন্য ভালো কিছু রেখেছেন। যা আছে তা দিয়েই আবার নতুন করে ব্যবসা শুরু করুন। আমরা আপনাদের পাশে আছি, আমাদের নেতাকর্মীরাও আপনাদের সহায়তায় থাকবে।”
তিনি আরও বলেন, “আমি আগেও দেখেছি,যাদের ঘরবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে, আল্লাহ তাদের আরও ভালোভাবে দাঁড় করিয়েছেন। কাঁচা ঘর পাকা হয়েছে, দালান বহুতল হয়েছে।”
এ সময় ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগর কর্মপরিষদের সদস্য মোঃ শামীম কবির, বরিশাল সদর উপজেলা জামায়াতের আমির মোঃ শফিউল্লাহ তালুকদার, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা সোহরাব হোসেন, চরকাউয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আব্দুল আলীম প্রমুখ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *