নিজস্ব প্রতিবেদক।।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা এবং মহানগর শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
শ্রমিক দলের মহানগর আহবায়ক ফয়েজ আহমেদ খানের সভাপতি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল মহানগর সদস্য সচিব মোহাম্মদ জিয়াউদ্দিন সিকদার, আবুল কালাম শাহীন, শরফুদ্দিন আহমেদ সান্টু, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল সহ বিএনপি নেতৃবৃন্দ এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।