নিজস্ব প্রতিবেদক।।
দেশ গড়তে জুলাইয়ের পদযাত্রা, এই শিরোনামে জাতীয় নাগরিক পার্টি মাসব্যাপী পদযাত্রা ও পথসভা করে চলছে। ০১জুলাই রংপুর থেকে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রা শুরু হয়।
আগামী ১৫জুলাই মঙ্গলবার বিকেল পাঁচ ঘটিকায় বরিশালের কালেক্টরেট পুকুরপাড় জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলা ও মহানগরীর পথসভা অনুষ্ঠিত হবে। পথ সভায় জুলাইয়ের অগ্রনায়ক এক দফা দাবীর ঘোষক জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জনাব নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও উপস্থিত থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন , ডাক্তার তাসনিন যারা , ফয়সাল মাহমুদ শান্ত, ডাক্তার মাহমুদা মিতু , আসাদ উদ্দিন রনি ও বরিশাল জেলার প্রধান সমন্ময়ক আবু সাঈদ মুসা এবং মোহাম্মদ মাসুম বিল্লাহসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ।
তার প্রস্তুতি হিসেবে বরিশালের নতুল্লাবাদ থেকে চৌমাথা এই মহাসড়কে লিফলেট বিতরন চলছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।