শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কিশোর গ্যাংয়ের হামলায় HSC পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদীতে এইসএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে কিশোর গ্যাং, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
প্রতিনিয়ত বেপরো হয়ে উঠেছে কিশোর গ্যাং। এই গ্যাং ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম অঞ্চলে। এমনই
পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের মুলাদীতে এইচএসসি পরীক্ষার্থী কে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাং।
উপজেলার মুলাদী সরকারি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী মুলাদি পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ফরিদ খানের ছেলে রাহাত হোসেন (২০)। গুরুতর জখম হওয়া রাহাত কে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাহাতের বড় ভাই মো. রাজিব খান জানান, গত বুধবার সন্ধ্যায় উপজেলার মসজিদ মার্কেট এলাকায় হঠাৎ কিশোর গ্যাং নকীব ও রিয়াজ বাহিনী রাহাত হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় রাহাতের। তাৎক্ষণিক তার ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেছে।
রাহাতের ভাই আরও জানান, কিছুদিন পূর্বে উপজেলায় আয়োজন করা হয় ফুটবল খেলার সেই খেলায় নকীব ও রিয়াজের সাথে কথা কাটাকাটি হয় রাহাতের । সে সময় নকীব ও রিয়াজ হুমকি দিয়েছিল রাহাতকে। সে কারণেই রাহাতের উপর হামলা চালানো হয়।
তিনি বলেন, পুরো উপজেলা জুড়ে এই কিশোর গ্যাং এর উৎপাতে অতিষ্ঠ মানুষ। মারধর সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত। রাহাতের মা মোরর্শেদা বেগম বাদী হয়ে শুক্রবার (২৭জুন) মুলাদী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় মুলাদী থানা ওসি শফিকুল ইসলাম জানান, রাহাত হোসেনের মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসা হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *