বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

আপনার সন্তানদের হাতে আমি অস্ত্র নয় কোরআন তুলে দিয়েছি : ড. মাসুদ

মোঃ আল-আমিন, বাউফল //
“আপনাদের সন্তানদের হাতে আমি অস্ত্র নয়, কোরআন তুলে দিয়েছি”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার রাত ৮টায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের মিরাবাড়িতে আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদীর স্মৃতির স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ বলেন, “আমরা যেন শহীদ ওসমান হাদীর আদর্শ ও অনুপ্রেরণায় একটি নতুন বাউফল গড়তে পারি—সেই জন্য সবাই দোয়া করবেন।” তিনি আরও বলেন, “শহীদ ওসমান হাদীকে হত্যার এতদিন পরও সরকার বিচার নিশ্চিত করতে পারেনি।

যারা বিচার করতে ব্যর্থ, তারা কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করবে—তা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ।” নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বাউফলে জীবন বাজি রাখব, তবুও কোনোভাবেই ভোটকেন্দ্র দখল করতে দেব না। সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কেউ ভোট চুরি করতে আসে, তাহলে তাকে প্রতিহত করা হবে।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী ১২ তারিখ একদিন যদি আপনারা ভোটকেন্দ্র পাহারা দিতে পারেন, তাহলে আগামী পাঁচ বছর নিরাপদে থাকতে পারবেন। আর যদি সেই দিন পাহারা দিতে না পারেন, তাহলে পরবর্তী পাঁচ বছর আপনিও অনিরাপদে থাকবেন।” অনুষ্ঠানে কালাইয়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *