নিজস্ব প্রতিবেদক : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ সহযোগিতায় বরিশালের বানারীপাড়ায় একটি অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বানারীপাড়া উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান গলি রোডে অবস্থিত মেসার্স জাবের প্লাস্টিক প্যাকেজিং নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এনএসআইয়ের সহায়তায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা, বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর বিএম রাকিব উদ্দিনসহ বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা।
অভিযানকালে কারখানা ও দুটি গোডাউন থেকে ১২০ বস্তা প্লাস্টিক দানা (এলডিপিই) জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এছাড়া তৈরিকৃত পলিথিন ৩৩ বস্তা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে আনুমানিক ৮ লাখ ৫০ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত অবৈধ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। এ সময় কারখানার মালিকসহ কোনো শ্রমিককে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব বলেন, “পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ কোনোভাবেই সহ্য করা হবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। আজকের অভিযানে জব্দকৃত সব অবৈধ মালামাল আইনানুগ প্রক্রিয়ায় পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও অবৈধ পলিথিন কারখানা ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।