বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

তজুমদ্দিনে জানাজা থেকে ফেরার পথে প্রাণ গেল ব্যবসায়ীর

তজুমদ্দিন প্রতিনিধি //
ভোলার তজুমদ্দিনে জানাজা শেষে বাড়ি ফেরার পথে মো. বাবুল (৫৫) নামে এক ব্যবসায়ী অটোরিকশা চাপায় মারা গেছে।শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় তজুমদ্দিনের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী নিহতের চাচা মফিজুল ইসলাম বলেন, ‘বেলায় সাড়ে ১১টার সময় আড়ালিয়া আমার নাতিনের জানাজা শেষে তজুমদ্দিনে কেয়ামুল্যাল গ্রামের বাড়িতে আসার জন্য আমি ও আমার ভাতিজা আড়ালিয়া ৯নং ওয়ার্ডে আব্দুল জব্বার আলী হাওলাদার বাড়ির দরজায় অটোরিকশায় উঠার জন্য চালককে ডাক দেয়। তখন চালক অটোরিকশাটি পিছনের দিকে (ব্যাকে) এলে হঠাৎ অটোটি রাস্তার বাইরে খালের মধ্যে পড়ে যায়। এ সময় বাবুল অটোর নিচে চাপা পড়ে।

উপস্থিত লোকজন বাবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাবুলকে (৫৫) মৃত ঘোষণা করেন। নিহত বাবুল চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেয়ামুল্যাহ গ্রামের গেদু মাঝির ছেলে। অপরদিকে অটোর ড্রাইভার মো. সিরাজ একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মোহাম্মদের বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত জানান, নিহত বাবুলের পবিারের কোনো অভিযোগ নেই মর্মে থানায় একটি লিখিত দিয়েছেন। লিখিতের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *