কাজল দে, হিজলা //
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার সংলগ্ন নদীর পাড়ে নৌকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা থানা নৌ পুলিশ।
রবিবার রাত ৩টায় স্থানীয় মাছ ঘাটের একটি নৌকা থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।নৌকাটি জব্দ করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শী মোঃ জালাল রাঢ়ী জানান,আনুমানিক রাত ১২টায় আমি ও আমার ছেলে মাছ শিকার করে নদীর ঘাটে ফিরলে দেখি নদী বাঁধের বস্তার উপর একজন লোক বসা।টর্চ দিয়ে দেখতে পাই লোকটির গলা কাটা,গলা দিয়ে অঝোরে রক্ত ঝরছে।
এটা দেখার পরে আমি অচেতন হয়ে পড়ি।এরপর কী হয়েছে আমার জানা নেই।ধারনা করা হচ্ছে লোকটি তখন জীবিত ছিল।পরে যুবকের লাশ নৌকা থেকে উদ্ধার করে পুলিশ।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান, স্থানীয় ফোনের মাধ্যমে লাশের সংবাদটি জানতে পেরে আমরা লাশটি উদ্ধার করি।লাশের কোনো ওয়ারিশ এখনও পাওয়া যায়নি।বরিশাল থেকে সিআইডি টিম আসছে,লাশ সনাক্তকরণের জন্য। তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।