শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ কেজি পলিথিন জব্দ

নিজম্ব প্রতিবেদক।।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ কেজি পলিথিন জব্দ ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৫ জুলাই বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ এর নেতৃত্বে রহমতপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ কেজি পলিথিন জব্দ ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীনে এ জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য প্রতিষ্ঠানের মালিককে সচেতন করা হয়।
এছাড়াও এ সময় রহমতপুরের ঐতিহ্যবাহী রাজার খালের দূষণ রোধ করার জন্য বাজার কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *