বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ জানুয়ারি) রাতে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিরোজপুর সদর এস. এম. আল আমীনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পিরোজপুর জেলা শাখার পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম অংশ নেয়।

অভিযানকালে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. মাহমুদুল ইসলাম রাফি (১৮), মুরাদ শেখ (১৮) এবং প্রদীপ নাথ (১৮)।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি পৃথক মামলায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

 

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *