বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ফ্যাসিবাদ ঠেকাতে হবে: উপদেষ্টা ফরিদা

পিরোজপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার তা থেকে আমরা ফিরতে পারবো না। শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেয়নি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করনের উদ্দেশ্যে সুধী সমাবেশে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকার স্বৈরাচারী সরকার ছিল না। তারা ছিল ফ্যাসিবাদী সরকার। তাদেরকে স্বৈরাচার বললে ভুল হবে। তারা জাতির উপর ফ্যাসিবাদী হয়ে গিয়েছিল। তারা ১৫ বছরে মানুষকে খুন করেছে, গুম করেছে, কাউকে ঘরে থাকতে দেয়নি, কথা বলতে দেয়নি, তাদেরকে স্বৈরাচার বললে ভুল হবে।

ফরিদা আখতার আরো বলেন, ৭২ এর সংবিধান অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে। সেটি আর সংবিধান নেই। যার যখন প্রয়োজন হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে । তাই হ্যাঁ ভোটের মাধ্যমে আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো সরকারকে এককভাবে সংবিধান সংশোধনের সুযোগ দেয়া যাবে না এবং কাউকে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না।

যে প্রার্থীরা সংসদে যাবেন এবং সংসদে গিয়ে সরকার গঠন করবেন এবং দেশের জন্য কাজ করবেন তারা জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই।

জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য অফিসার সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ শুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

 

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *