বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

দৌলতখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ডিসির মতবিনিময় সভা

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান : ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভোটারদের  আস্থা পুনর্গঠন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং “পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট” নিশ্চিত করার লক্ষ্যে ভোলার দৌলতখান উপজেলায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‘হ্যাঁ ভোট’-এর মাধ্যমে পরিবর্তনের আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, “ভোট হচ্ছে নাগরিকের সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার। উন্নয়ন, স্থিতিশীলতা ও ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ ভোট’ প্রদান করতে হবে।” তিনি আরও বলেন, ভোটারদের অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন নিশ্চিত করে।

নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনের প্রস্তুতি
সভায় জানানো হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, গুজব ছড়ানো বা যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন আশ্বাস দেয়।

ভোটারদের মতামত ও বাস্তবতা
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, ভোটারদের সচেতনতা ও উপস্থিতি বাড়াতে ইতিবাচক প্রচারণা জরুরি। তারা বলেন, “পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট”—এই বার্তাটি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে ভোটার অংশগ্রহণ বাড়বে এবং নির্বাচন হবে আরও প্রাণবন্ত।
সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিরা গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা
সভা শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দৌলতখানে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—যেখানে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট হবে জনগণের শক্তিশালী কণ্ঠস্বর।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *