আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের উত্তরপ্রদেশের সামভাল শহরে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদ, ‘শাহী জামা মসজিদ’, ঘিরে সম্প্রতি ব্যাপক সহিংসতা সৃষ্টি হয়েছে। এর পেছনে মূল কারণ ছিল ওই মসজিদে একটি “সার্ভে” বা সমীক্ষা পরিচালনার নির্দেশ। স্থানীয় মুসলিম গোষ্ঠী এবং হিন্দু মৌলবাদী গোষ্ঠীর মধ্যে বিরোধের ফলে সংঘর্ষের সৃষ্টি হয়, যার ফলে তিনজন মুসলিম নিহত হন এবং অন্তত ৩০ জন পুলিশ সদস্য আহত হন।
এই ঘটনার পর ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে এবং সামভাল শহরের সমস্ত স্কুলগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, সংঘর্ষের সময় গুলি চালানো হয় এবং বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হন।
মসজিদটির ইতিহাস নিয়ে উত্তেজনা রয়েছে, বিশেষত হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির দাবি, এটি প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে দীর্ঘদিন ধরে আদালতে আইনি লড়াই চলছে, এবং সম্প্রতি আদালতের নির্দেশে মসজিদ প্রাঙ্গণে সার্ভে চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
এই সার্ভে শুরু হওয়ার পরই উত্তেজনা বৃদ্ধি পায় এবং সহিংসতা ঘটে। মসজিদ কর্তৃপক্ষ এবং বিরোধী গোষ্ঠী দাবি করেন যে, এই সার্ভে এলাকায় আরও অস্থিরতা সৃষ্টি করবে এবং ১৯৯১ সালের ধর্মীয় উপাসনালয় আইন অনুযায়ী, এরকম হস্তক্ষেপ অনুচিত।