কাজল দে, হিজলা : বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাকা, দেশীয় অস্ত্র, মাদক ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামে চার জনের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় ইউপি সদস্য রতন রাঢ়ীর ছেলে লিটন রাঢ়ী(৪৫, উজ্জ্বল রাঢ়ী(২৫), জামাল হোসেন (৪৮), মো: আলী (৩২) ও এমদাদ(৫৩) কে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেজর জাহিদুল এবং লেঃ জিসান এর নেতৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
এসময় অভিযানে আটক পাঁচজনের কাছ থেকে নগদ ৫ লাখ ৫৫ হাজার ৫৩০ টাকা, ১৪৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মোবাইল ১৬ টি, ১৫ লাখ টাকার চেক, বিভিন্ন দেশের ১ হাজার টাকা, দেশীয় অস্ত্র, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।