এরশাদ সোহেল //
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন)আসনের বিএনপি (ধানের শীষ)প্রতীকের প্রার্থী মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বলেছেন,একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়,তারা মানুষকে বুঝায়, ফুলকপি আর দাড়িপাল্লায় ভোট দিলে সরাসরি বেহেস্তে যাবে।
২২জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলার সোনাপুর আনন্দ বাজার এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টে থাকাকালে বিশেষ অবদানের কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং গত বিএনপি শাসনামলে আমরা অনেক বেকারদেরকে চাকুরী দিয়েছি, নদী ভাঙ্গন কবলিত এই জনপদকে রক্ষাবাঁধ প্রকল্পের আওতায় এনে মানুষের বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করেছি। এ সময় তিনি তার সরকারের আমলে করা উন্নয়ন ও অগ্রযাত্রাকে স্মরণ করিয়ে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
সোনাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক একে এম ফিরোজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো:জাকির হোসেন মনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু,চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার,স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মো:শাহিন সাঝি প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।