সোলায়মান তুহিন, গৌরনদী প্রতিনিধি॥
রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী পৌর শাখার আয়োজনে শুক্রবার বিকেল ৩ টায় সরকারি গৌরনদী কলেজ সংলগ্ন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন এর সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সদস্য সচিব, সাবেক কাউন্সিলর মোঃ ফরিদ হোসেন মিয়া ও যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, সদস্য সচিব জনাব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুবদল বরিশাল জেলা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইদুল আলম খান সেন্টু, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বাবুল দর্জী, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ রুবেল গমস্তা ও
পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহিম প্রমুখ।
পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহিম প্রমুখ।