বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল, একাত্মতা প্রকাশ করলেন তৌসিফ

বাংলাদেশ বাণী ডেক্স
ভোলা থেকে বরিশাল যাতায়াতে সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ভোলা জেলার বাসিন্দারা। শুক্রবার বিকেল ৩টায় পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে শুরু হলেও পরে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করা হয়। অবরোধের কারণে এ মোড়ের সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় ‘সেতু, সেতু, সেতু চাই, ভোলা-বরিশাল সেতু চাই’, ‘দাবি মোদের একটাই, ভোলা-বরিশাল সেতু চাই’, ‘আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কী দাও’সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।সেতু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে— ভোলায় মেডিক্যাল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা।ভোলোবাসীর প্রাণের দাবিগুলো য় প্রধান উপদেষ্টা বরাব নব ভোলা- বরিশাল সেভু চাই ২০২২ইর সময়: বিকাল טס ঘটিকা জেলা এমনর দাবী আমাদের একটাই ভোলা- ভেলাবরিশমদ বরিশদ গালা- বরি সোহ চাই।‎’‎‎ভোলা জেলার বাসিন্দা— অর্থাৎ আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ভোলার সন্তান, জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। আজ শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘‘‘ভোলা-বরিশাল সেতু চাই’ আন্দোলনের সঙ্গে ভোলার সন্তান হিসেবে আমি একাত্মতা প্রকাশ করছি।

এরপর তৌসিফ বলেন, ‘প্রিয় দেশবাসী, আপনারা জানেন, প্রায় ২০ লাখ মানুষের ভোলা জেলাটি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। যেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো লঞ্চ বা জলযোগ। নেই কোনো উন্নত চিকিৎসাব্যবস্থা কিংবা শিক্ষাব্যবস্থা। সেই ভোলা-বরিশাল সেতুর দাবিতে, আমাদের ভাইয়েরা ভোলার শেষ প্রান্ত চরফ্যাশন থেকে পায়ে হেঁটে পথিমধ্যে তেঁতুলিয়া নদী পার হয়ে পদ্মা সেতু পর্যন্ত আসেন।

কর্তৃপক্ষ থেকে পদ্মা সেতু পার হওয়ার পারমিশন না পেয়ে, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা পদ্মা নদী এই শীতের মধ্যে সাঁতার কেটে পাড়ি দেয়।’অভিনেতা আরো বলেন, ‘সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে দুইজন আহত হয়। এরপর তারা মোট প্রায় ৩৫০ কিলোমিটার পায়ে হেঁটে ঢাকায় এসে ৮ দিন যাবৎ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে পাশাপাশি সরকারকে এবং বিভিন্ন মন্ত্রণালয়কে ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয়। এ ছাড়া একযোগে ভোলা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকায় মানববন্ধন, শহীদ মিনারে প্রজ্বালন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর, শাহবাগে গণসমাবেশের ডাক দেওয়া হয়।

সেখানে প্রায় ২০ হাজার লোকের সমাগম হয় এবং ভোলা বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে শাহবাগ উত্তাল হয়ে যায়।’
আন্দোলনকারীদের দাবির সমর্থন করে তিনি আরো বলেন, ‘আমাদের ভাইদের এই ত্যাগ এবং ভোলাবাসী তথা দক্ষিণাঞ্চলের মানুষের এই যৌক্তিক দাবির সমর্থন করছি। পাশাপাশি সরকারের প্রতি আবেদন যেন এই যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হয়। দীর্ঘদিনের প্রত্যাশা-আকাঙ্ক্ষার এই সেতু শুধু দুই অঞ্চলের নয়, বরং সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বপ্ন বহন করে।’

আন্দোলনে অংশ নেওয়া ভোলার একজন গণমাধ্যমকর্মী বলেন, ভোলার সঙ্গে সড়কপথে দেশের অন্যান্য অংশের যোগাযোগ না থাকায় জেলার প্রাকৃতিক গ্যাস দেশের অর্থনীতিতে খুব বেশি অবদান রাখতে পারছে না। ভোলা বর্তমানে সারা দেশ থেকে বিচ্ছিন্ন, সেতু হলে এটি কেটে যাবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *