নিজস্ব প্রতিবেদক
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, হিজলা উপজেলার মুল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন ৩টি ইউনিয়ন মেমানিয়া, হিজলা গৌরবদী ও ধুলখোলার জনগন বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত বিশেষ করে এখানে সরকারী স্বাস্থ্য কেন্দ্র নেই, উচ্চমাধ্যমিক স্তরের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই এমনকি হিজলা গৌরবদীতে কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানও নেই । তারা শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে চরমভাবে বঞ্চিত। তাছাড়াও গ্রামীন অবকাঠামোর অবস্থা খুবই নাজুক। আমি হিজলার পূর্বাঞ্চলের অবহেলিত জনগনের কল্যাণে কাজ করতে চাই।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিজলা গৌরবদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে তিনি ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে নারী ভোটারের অংশগ্রহণে একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিয়নের একতা বাজার, আবদা বাজার, কাকুরিয়া বাজারসহ বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
প্রচারণাকালে প্রার্থী সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অবহেলিত জনপদের প্রান্তিক জনগনের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন । এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে চলমান নানা সমস্যার স্থায়ী সমাধানে তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধির অপেক্ষায় রয়েছেন এক্ষেত্রে দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতিশ্রুতিতে তারা আশ্বস্ত।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের হিজলা উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, বরিশাল-৪ আসনের জামায়াতের মিডিয়া সেলের আহবায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, হিজলা গৌরবদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সালাহ উদ্দিন, সহ সভাপতি মাওলানা শিবলী নুমান ও সেক্রেটারী মাওলানা কবির হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।