নিজস্ব প্রতিবেদক : হাতপাখার গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে ইসলামের দাবিদার একটি মহল অপপ্রচার ও মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণার অংশ হিসেবে স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামের দাবিদার ঐ মহলের কিছু কর্মী বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামের সহজ-সরল মহিলাদের টার্গেট করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, হাতপাখায় ভোট দিলে ভোট নষ্ট হয়ে যাবে।
আবার কেউ কেউ মিথ্যা প্রচার করছে যে, হাতপাখা ও তারা এক হয়ে গেছে—অতএব তাদের নির্দিষ্ট মার্কায় ভোট দিতে হবে। এমনকি কোথাও কোথাও মহিলাদের কোরআন শরীফ দিয়ে কসম করানোর ঘটনাও শোনা যাচ্ছে।
সৈয়দ আবুল খায়ের আরও বলেন, এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার ও মিথ্যা-ছলনার মাধ্যমে কোনোভাবেই সফল হওয়া সম্ভব নয়। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে দেশের আইন-কানুন ও বিধিমালা মেনে সঠিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।
মতবিনিময় সভা শেষে তিনি উলানিয়া দক্ষিণ ও গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও ঘাটে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন পোদ্দার, সিনিয়র সদস্য মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মো. আলী বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম মাঈন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।