মোঃ আল-আমিন, বাউফল : যারা জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না, তারাই মানুষ হত্যা ও আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে—এমন মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে অবৈধ জমি দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির পর “জমি যার, ফসল তার”—এই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং অন্যের জমি দখলের সংস্কৃতি চিরতরে বন্ধ করা হবে।
একই সঙ্গে তিনি সরকারি প্রকল্পের চাল, গমসহ সকল সুযোগ-সুবিধা ঘুষ ও দলীয় প্রভাবমুক্তভাবে প্রকৃত ও ন্যায্য উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। সন্ত্রাস ও মাদক প্রসঙ্গে তিনি বলেন, “একটি গুলি একটি মানুষকে হত্যা করে, আর একটি মাদক শুধু একজন ব্যক্তি নয়—একটি পরিবার, একটি সমাজকে ধ্বংস করে দেয়।”
মাদকমুক্ত কেশবপুর গড়তে মাদকমুক্ত নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও জানান, জেলে ও কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে মমিনপুর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।
কেশবপুরকে আলেম-ওলামাদের অঞ্চল উল্লেখ করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এখানে ফাজিল মাদ্রাসা থাকলেও এখনো কোনো কামিল মাদ্রাসা নেই। নির্বাচিত হলে কেশবপুরে একটি কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। বাউফলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, তালতলী থেকে জাফরাবাদ হয়ে বাদামতলী ও উত্তর মমিনপুর-মঠবাড়িয়া পর্যন্ত নদীর পাশ দিয়ে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
পাশাপাশি বাদামতলী এলাকাকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও কেশবপুরবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রের উন্নয়ন ও একটি আধুনিক লঞ্চঘাট নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।