শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

রূপাতলিতে ডা. মনীষা চক্রবর্তীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর রুপাতলীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বরিশাল–৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদের ২৪ নং ওয়ার্ড সভাপতি গাজী মোহাম্মদ বেল্লাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বরিশাল–৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী, বাসদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝালকাঠি জেলা সভাপতি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম নেতা প্রশান্ত দাস হরি, বাসদ বরিশাল জেলা সদস্য শহিদুল ইসলাম, রিকশা শ্রমিক ইউনিয়ন ২৫ নং ওয়ার্ড সভাপতি আরিফ মোল্লা, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন (রেজি: ৬৩) সভাপতি জসিম গাজী, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক ইউনিয়ন (রেজি: ৫৪) সভাপতি সেলিম সরদার, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়ন (রেজি: ৪৮) সহসভাপতি ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ‘মই’ মার্কায় ভোট দিয়ে ডা. মনীষা চক্রবর্তীকে জয়যুক্ত করতে হবে। তারা বলেন, বরিশালের সর্বস্তরের মানুষের কণ্ঠস্বর হিসেবে ডা. মনীষা চক্রবর্তী দীর্ঘদিন ধরে লড়াই–সংগ্রাম করে আসছেন। এ সংগ্রামে তাঁকে জেল, জুলুম, হামলা ও মামলাসহ নানা প্রতিকূলতার মুখে পড়তে হলেও তাঁকে দমিয়ে রাখা যায়নি; আগামীতেও তিনি এ লড়াই অব্যাহত রাখবেন।

বক্তারা আরও বলেন, নির্বাচনী আচরণবিধিতে নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক আচরণ নিষিদ্ধ থাকলেও ইতিমধ্যে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে কিছু প্রার্থীর এমন আচরণ দেখা গেছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পিছিয়ে রেখে কেউ কীভাবে জনপ্রতিনিধি হতে পারেন—তা প্রশ্নবিদ্ধ। তারা আশা প্রকাশ করেন, নারী বিদ্বেষীদের বিরুদ্ধে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে উপযুক্ত জবাব দেবেন।ৎ

সমাবেশে নেতৃবৃন্দ দেশের সবচেয়ে লাভজনক বন্দর চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার পায়তারা বন্ধের দাবি জানান এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

ঝালকাঠি পৌরসভার বড় বাজারে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী শেখ নেয়ামুল করিমের গণসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌরসভার বড় বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *