শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

বিএনপি ছেড়ে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন মাহবুব মাস্টার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার বিএনপি ত্যাগ করে তিন শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ জামায়াতে ইসলীতে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বানারীপাড়া ও বরিশাল-২ (বানারীপাড়া-বাকেরগঞ্জ আংশিক) আসনের রাজনীতিতে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দাঁড়িপাল্লার উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার ও তার সঙ্গে থাকা তিন শতাধিক নেতাকর্মী বরিশাল-২ আসনের জামায়াতে ইসলীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলীর বরিশাল জেলা শাখার নায়েবে আমির ও বানারীপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মান্নান মাস্টারের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান মাস্টার বলেন, “আজকের এই জনসমাগমই প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে জামায়াতে ইসলামী। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। জামায়াতে ইসলামী কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ কিংবা অপরাধীকে আশ্রয় দেয় না। খুন, রাহাজানি, ধর্ষণ ও লুটপাটের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও বলেন, “এই আদর্শিক রাজনীতির কারণেই আজ বিভিন্ন দল থেকে হতাশ নেতাকর্মীরা জামায়াতের পতাকাতলে এসে সমবেত হচ্ছেন। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।” বিশেষ অতিথির বক্তব্যে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা বলেন, গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের মতো জনপ্রিয় ও ত্যাগী নেতার যোগদান বানারীপাড়ায় জামায়াতে ইসলীর সাংগঠনিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে।

জামায়াতে যোগদান শেষে বক্তব্যে সদ্য সাবেক বিএনপি নেতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার বলেন, “যে দলে লুটেরা, চাঁদাবাজ, মাদকসেবী ও দখলবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না, সেই দলে আর রাজনীতি করা সম্ভব নয়। বারবার অন্যায়ের প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাইনি।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলীতে কোনো মাদকসেবী নেই, নেই কোনো চাঁদাবাজ বা লুটেরা। তারা দেশ ও ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমি সেই সত্য ও ন্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ এখানে এসেছি। ইনশাআল্লাহ, জীবনের শেষ দিন পর্যন্ত জামায়াতের আদর্শের সৈনিক হয়ে কাজ করবো।” উঠান বৈঠকে বাইশারী ইউনিয়নসহ আশপাশের ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের নেতৃত্বে বিএনপির একটি বড় অংশের জামায়াতে যোগদান বরিশাল-২ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই যোগদান জামায়াতে ইসলীর মাঠপর্যায়ের শক্তি ও গণভিত্তিকে আরও সুসংহত করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বরাবর দল থেকে অব্যাহতি দেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার।

আরো পড়ুন

ঝালকাঠি পৌরসভার বড় বাজারে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী শেখ নেয়ামুল করিমের গণসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌরসভার বড় বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *