তজুমদ্দিন প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তর সম্ভুপুরে আয়োজিত এক জনসভায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
তিনি বলেন, জামায়াত যদি তাদের তালেবানী ও উগ্রবাদী নীতি থেকে সরে না আসে, তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একঘরে করার ষড়যন্ত্র সফল হতে পারে, যা দেশের ওপর পরাশক্তির আগ্রাসনের পথও উন্মুক্ত করতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার ৩০ জানুয়ারি বিকাল চারটা তজুমদ্দিন উওর শম্ভুর ইউনিয়ন বক্তব্য কালে তিনি বলেন,“জামায়াতের উগ্রবাদী ও তালেবানী রাজনীতি শুধু দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাই নষ্ট করছে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের রাজনীতি অব্যাহত থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।”
তিনি আরও বলেন, ধর্মের অপব্যবহার করে একটি চরমপন্থী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাংবিধানিক কাঠামোর জন্য মারাত্মক হুমকি। এ ধরনের রাজনীতি কখনোই জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে না; বরং দেশকে অস্থিরতা ও সংঘাতের দিকে ঠেলে দেয়।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) দৃঢ় কণ্ঠে বলেন,“বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের জনগণ কখনোই কোনো তালেবানী শাসনব্যবস্থা মেনে নেবে না। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সব অপশক্তি ও ষড়যন্ত্রের জবাব দেবে।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এই নির্বাচন হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। বিএনপি জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তজুমদ্দিন উপজেলা এবং আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তজুমদ্দিন উপজেলা।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব রেজাউল করিম নীরব, সভাপতি, বিএনপি উত্তর সম্ভুপুর।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিএনপি উত্তর সম্ভুপুর।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।