নিজস্ব প্রতিবেদক : বরিশালে কাশিপুরে অবস্থিত ফুলকুঁড়ি শিশু নিকেতনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৭তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক জনাব নিলুফার ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন খলিফা, সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা জজ কোর্ট বরিশাল ও উপদেষ্টা আবু জহির মাসুদ, উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান এবং বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম বরিশালের সেক্রেটারী জেনারেল আব্দুস সোবহান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সৈয়দ ফারুক আহমেদ সভাপতি ফুলকুঁড়ি শিশু নিকেতন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ জিহাদ হোসেন এবং সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব কামরুন নাহার কলি।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে, এর পরে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিথি, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।