শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
golam robbani
golam robbani

হল পরিদর্শনে ববির উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি

ববি প্রতিনিধি , জাকিয়া সুলতানা শিমু।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি মেয়েদের আবাসিক হল পরিদর্শন করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮ টায় তিনি হলটি পরিদর্শনে যান ও সার্বিক বিষয় খোঁজ খবর রাখেন। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট শারমিন আক্তার এবং হাউজ টিউটর তাসনিম জাহান ইমা।

পরিদর্শনকালে তিনি হলের সার্বিক পরিবেশ, আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা, খাদ্যের মান এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো শোনেন এবং তা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা কমন রুমের জন্য পর্যাপ্ত চেয়ার, রিডিং রুমের জন্য ফিল্টার, ঘড়ি, ডাইনিংয়ের বাবুর্চি পরিবর্তন, হলের সামনে পরিস্কার, প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা, ইত্যাদি দাবি-দাওয়া তুলে ধরেন।

ববি উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি শিক্ষার্থীদের দাবি শুনেন এবং বলেন, আমি আপনাদের কাছে পরিচিত হতে আসছি। আমাদের উপাচার্য ম্যাম এ বিষয়ে অবগত আছেন। আজকে এসে যা জানলাম এগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরকে ইনেসিয়েটিব নেওয়ার জন্য বলব।

উল্লেখ্য, প্রো ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হল পরিদর্শনে যান তিনি।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট শারমিন আক্তার বলেন, আমরা পরবর্তী যে মিটিং গুলো করবো সেগুলো সাউন্ড সিস্টেমের মাধ্যমে করতে পারবো এবং টিভি কিছু দিনের মধ্যেই চলে আসবে। আলোর ব্যবস্থা করব এবং হলের ছাদে হ্যালোজেন লাইট লাগানো হবে চারিদিকে একবারে ঝকঝকে আলো হবে।

আরো পড়ুন

bright school

ভোলায় ব্রাইট ন্যাশন স্কুলে প্যারেন্টিং কনফারেন্স

এম এম রহমান, ভোলা প্রতিনিধি।। “আকাশ ছোঁয়া মন্ত্র শিখো” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *