বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‎গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন, গৌরনদী

‎বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎‎এ বছরের প্রতিপাদ্য ছিল— “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা, প্রযুক্তিগত নিরাপত্তা ও পরিবার–সমাজে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে দিনের আলোচনায় বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

‎অনুষ্ঠানের জাতীয় মহিলা সংস্থা গৌরনদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থা গৌরনদী শাখার চেয়ারম্যান মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ শুধু আইন প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর জন্য দরকার পারিবারিক মূল্যবোধ, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে প্রতিটি পরিবারের সচেতনতা বৃদ্ধি।

‎‎সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা গৌরনদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন নারী নির্যাতন প্রতিরোধে নারী ও কন্যাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।

‎‎সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, সমবায় কর্মকর্তা আফসানা সাখী, গনঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন,  উপজেলা মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী বাবু সঞ্জয় কুমার ভদ্র, অফিস সহকারী ভবরঞ্জন হাজরা, সেলাই প্রশিক্ষক কাকলী প্রমুখ।

‎‎সভায় সরকারি কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নারী অধিকার, ডিজিটাল নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *