রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Muladi kamal

মুলাদীতে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার সাংবাদিকদের সাথে শনিবার রাত ৮টায় মুলাদী প্রেসক্লাব শাহজাহান মাহমুদ হল রুমে জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার আমীর মাওঃ আবু সালেহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুলহক তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান মিরণ সরদার, মুলাদী রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মল্লিক, সাবেক সেক্রেটারী রেজাউল করিম হাওলাদার, উপজেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মেহেদি হাসান খান, সহ-সভাপতি আঃ রশিদ হাওলাদার, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজা হাওলাদার, মুলাদী রিপোটার্স ইউনিটির সদস্য গোলাম মোস্তফা মল্লিক, তাপস মজুমদার, মুলাদী অন-লাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামিম সরদার ও উপজেলা সাংবাদিক ঐক্যকল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক শাহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল মোতালেব, মুলাদী পৌরসভার আমীর মাওলানা ডাঃ মোঃ মোর্শেদ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওঃ মোঃ সিদ্দিকুর রহমান, মুলাদী পৌরসভার সেক্রেটারী মোঃ কামাল হাওলাদার, গাছুয়া ইউনিয়নের সভাপতি প্রভাষক দিদারুল আহসান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুলাদী উপজেলা শাখা সভাপতি মোঃ সৌরভ সরদার প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যার সুফল সকল মানুষ ভোগ করবে। বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট সরকার সাংবাদিকসহ সকল পেশার মানুষদের কন্ঠ রোধ করেছে, গণতন্ত্র হরণ করেছে, এ দেশের ইসলাম পন্থীদের সাথে জুলুম করেছে। দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছে। তাদের এহেন অপকর্মের জন্য তারা ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের মূলৎপাটন এখনো পুরোপুরি শেষ হয়নি। ফ্যাসিবাদকে রুখে দিতে সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি পরামর্শ প্রদান করেন।

আরো পড়ুন

tipu

ভোট ডাকাতির অভিযোগে টিপুসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ বাণী ডেস্ক।। ২০১৮ সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *