শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক।।

তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি এ স্লোগান নিয়ে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলে দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ১৬ বছর আগে তথ্য অধিকার আইন করা হলেও সাধারণ মানুষ এবিষয়ে জানেনা। তাই এবিষয়ে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে জানাতে হবে। এটি ভালো একটি আইন। কারা তথ্য দেবে কীভাবে দিবে, কি তথ্য দিবে তা এই আইনে বলা আছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারলে দুর্নীতি হ্রাস পাবে। এটি নিশ্চিত করতে পারলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক বরিশাল জেলা কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন।

এ সময় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, সিভিল সার্জন ডা. মারিয়া হাসানসহ অন্যান্যরা।

মেলায় মোট ২১ টি স্টল প্রদর্শন করা হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে।

দুদিন ব্যাপী এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলায় থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

 

 

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *