শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
kamal

মুলাদীতে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ সভা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ নভেম্বর সকাল ১১টায় বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের (নভেম্বর-ডিসেম্বর ২০২৪) মেয়াদের আওতায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা তথ্য অফিসার লেলিন বালার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফ হোসেন খান, মুলাদী সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুস সালাম হাওলাদার, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন এনামুল, উপজেলা মসজিদের খতিব মাওঃ হাফিজুর রহমান, মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কেনান, দক্ষিণ পূর্ব চরলক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ, উপাসনালয়ের পুরোহিত ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন বলেন, আমাদের সকলের সতর্ক থাকতে হবে সমাজে বাল্য বিবাহ যাতে হতে না পারে, শিশুদের শারীরিক প্রহার বন্ধ করতে হবে, প্রতিবন্ধী শিশুদের প্রতি ভালো আচারণ করতে হবে, গৃহ কর্মীদের নির্যাতন করা যাবে না ও শিশু শ্রম বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, যারা সংসারের অভাব-অটনের জন্য মেয়েদের বাল্যবিবাহ দিয়ে থাকেন, তারা নির্বাহী কর্মকর্তা সাথে যোগাযোগ করলে সাধ্যমত তাদের সহযোগিতা করবেন কিন্তু মেয়েকে বাল্য বিয়ে দেয়া যাবে না।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *