সোলায়মান তুহিন, গৌরনদী
আসন্ন জাতীয় মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইবরাহিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহাতা জারাব সালেহীন, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ফকির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. তাসলিমা বেগম, এবং গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, পৌর জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, আনসার ভিডিপি কর্মকর্তা আহাম্মাদ বিন হুসাইন, ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন বিজয় দিবস উদযাপনে নানামুখী কর্মসূচি গ্রহণ, অনুষ্ঠানস্থল ও সার্বিক এলাকার নিরাপত্তা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দিবসটি সফলভাবে উদযাপনে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবরাহিম বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, ”বিজয় দিবস আমাদের জাতিসত্তার সর্বশ্রেষ্ঠ অর্জন ও আত্মমর্যাদার প্রতীক। ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই দিনে গৃহীত প্রতিটি কর্মসূচি যেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারে, সেই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
তিনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গৌরনদীর বিজয় দিবস উদযাপন সফল হবে বলে ইউএনও আশা প্রকাশ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।