শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

চরফ্যাশনে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মায়ের মামলা

চরফ্যাশন ভোলা প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশন উপজেলায় সম্পত্তির জন্য মাকে মারধর ও ভরণ পোষণ না দেয়ার অভিযোগে স্কুল শিক্ষক ছেলে ও তার স্ত্রীকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন এক মা।

বুধবার (৯ জুলাই) ছেলে মোঃ মাকসুদ মোল্লা ও তার স্ত্রী মোসাঃ কহিনুর বেগমকে আসামী করে মা বিবি ফাতেমা বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট অনুতোষ চন্দ্র বালা মামলাটি আমলে নিয়ে  মাকসুদ মোল্লা ও তার স্ত্রী কহিনুর বেগমকে ২৮ জুলাই আদালতে হাজির থাকার জন্য আদেশ দিয়েছেন। মাকসুদ মোল্লা উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা হারুন মোল্লার ছেলে এবং শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্ত্রী কহিনুর বেগম একই স্কুলের সহকারী শিক্ষকা।

মামলার এজাহার সূত্রে জানাযায়, ছয় সন্তানের মধ্যে মাকসুদ বড়। বিবি ফাতেমার স্বামীর মৃত্যুর পর চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সমানভাবে সম্পত্তি বন্টন করে দিয়েছেন। তার অন্যান্য ছেলেরা তার মায়ের ভরণ পোষণ দিলেও স্কুল শিক্ষক ছেলে মাকসুদ তার ভরণ পোষণ দেন না। এছাড়াও সম্পত্তির জন্য বিভিন্ন সময়ে মাকে মারধর করতো। গত শুক্রবার মাকসুদ ও তার স্ত্রী কহিনুর সহ বহিরাগত কয়েকজন মিলে মুজিবনগর ইউনিয়নের সম্পত্তি দখল নিতে ছোট ছেলে সফিককে মারধর করে এসময় ছেলেকে বাঁচাতে মা এগিয়ে আসলে তাকেও ব্যাপক মারধর করে গরুত্বর আহত করা হয়। পরে মা বিবি ফাতেমাকে তার বাকি ছেলেরা উদ্ধার করে ওই দিন চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

মা বিবি ফাতেমার অভিযোগ, ‘একমাত্র বড় ছেলে মাকসুদকেই লেখাপড়া শিখিয়েছেন। অথচ চাকরি পাওয়ার পর থেকেই সে তার ছোট ভাই বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে আসছে। প্রায় সময় বাবা মা’র ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। আট বছর আগে সে বাবা মা দুজনকে ঘর থেকে বের করে দেয়। তারা তখন মুজিবনগরের বিচ্ছিন্ন দ্বীপে কৃষক ছেলে সফিকের কাছে আশ্রয়ে নেয়। তারপর থেকে সে আট বছর বাবা মা দুজনের কোন ভরণ পোষণ না দিয়ে তাদের খবর রাখেনি। কিছুদিন পর সেখানেও এসে সে তার বাবাকে সম্পত্তির জন্য মারধর করে, যার ফলে তিনি অসুস্থ হয়ে মারা যান।’

বিবি ফাতেমা বলেন, ‘গত শুক্রবার সকালে আবারও ছেলে মাকসুদ ও  তার  স্ত্রী কহিনুরসহ বহিরাগত লোকজন নিয়ে এসে সম্পত্তি দখল করতে চায়। সেখানে ছোট ছেলে সফিককে মারধর করে, আমি বাধা দিতে গেলে আমাকেও পিটিয়ে আহত করে। তার দাবী, আদালত যেনো ছেলে ও বউয়ের উপযুক্ত বিচার করে।’

মামলার আইনজীবী অ্যাডভোকেট মাইনুল  ইসলাম নাবিল সরমান জানান, ‘মাকে মারধরের ঘটনায় পিতা মাতার ভরণ-পোষণ আইনের দণ্ডবিধি ৩২৩/৫০৬ (২) ধারায় ছেলে মাকসুদ ও তার স্ত্রী কহিনুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারক স্বামী ও স্ত্রী দুজনকেই আগামী ২৮ জুলাই আদালতে হাজির থাকতে বলেছেন। এই  মামলার  বাদী হয়েছেন বিবি ফাতেমা।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *