বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
manab
module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5500; AI_Scene: (-1, -1); aec_lux: 105.459; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

ভূমিদস্যুদের হাত থেকে হিজলার জমি রক্ষার দাবিতে মানববন্ধন

হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের রেকর্ডীয় মালিকদের জমি ভূমিদস্যুদের কবলে রয়েছে। এ জমি রক্ষার দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের মান্দ্রা চরকুশরিয়া বাজারে মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আবদুল গাফফার তালুকদার।

জানা যায়, হিজলা গৌরবদী ইউনিয়নে ১৭ টি মৌজা। হিজলা গৌরবদী ইউনিয়নে সীমান্তে, মেঘনা নদীর ওপারেও মৌজা রয়েছে।সেখানে প্রায় ১৮ হাজার একর রেকর্ডীয় জমি রয়েছে।যা মেহেন্দীগঞ্জ ও ভোলা জেলার সীমান্তবর্তী হওয়ায় হিজলা উপজেলা ও রায়পুরের কিছু রেকর্ডীয় মালিকগণ ভোগদখল করতে পারছে না।যখন প্রকৃত জমির মালিকগণ নিজের জমি দখল ও চাষাবাদ করতে যায়,ভূমিদস্যুরা তাদের মারপিটও হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

মানববন্ধন ও আলোচনা সভায় রেকর্ডীয় মালিকগণ দাবী করেন, তাদের বাবা-দাদার রেকর্ডীয় মালিকানা জমি মেহেন্দিগঞ্জের কিছু সন্ত্রাসী ভূমিদস্যুরা ভোগ দখল করে আসছে।জামাল ডাক্তার,হাকিম মাঝি,রফিক মৃধা ও আনোয়ার মাষ্টার সহ একাধিক ব্যাক্তি জানান মেহেন্দীগঞ্জের জামাল মোল্লা,মিজান মাঝি, মারুফ দেওয়ান ও বিল্লাল দেওয়ান সহ অনেক সন্ত্রাসী আমাদের জমির ধারে কাছে যেতে দেয় না। বর্তমানে জমিতে আমন ধান রয়েছে তাও তারা কেটে নিয়ে যাচ্ছে। আমরা ফসল চাষাবাদ করলে তারা কেটে নিয়ে যায়। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চান।

হিজলা উপজেলার বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার জানান হিজলা উপজেলার একখন্ড ভূমি কাউকে ছাড় দেওয়া হবে না। এ জমি উদ্ধারে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি রেকর্ডীয় মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ও প্রতি মৌজায় কমিটি গঠনের কথা বলেন। তিনি বলেন মেঘনার ওপারে এই জমি ভোগ করতে যাওয়ায় বিগত সময়ে সংঘর্ষে এ পর্যন্ত পাঁচজন চাষী নিহত হয়েছেন। আর যেন কোন মৃত্যু না হয়,তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করেন। হিজলা উপজেলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সীমানা নির্ধারণ করে প্রকৃত মালিকরা জমি ফিরে পেতে পারে সে ব্যাপারে সহযোগিতার আশা করেন।

আরো পড়ুন

রাস্তা সংস্কারের অভাবে চলচলে দুর্ভোগ

যুবায়ের হোসাইন, বন্দর প্রতিনিধি ‍॥ বরিশাল এর বন্দর থানার একটি রাস্তায় ইট উঠে যাওয়ায় চরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *